প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছেছেন ঢাকা সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে রাষ্ট্রপতি শি জিনপিং'র গাড়িবহর এসে পৌঁছায়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এদিকে কিছুক্ষনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা ৩৬ মিনিটে কম্বোডিয়া থেকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১২টা ০৩ মিনিটে বিমান থেকে নেমে এলে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল