স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন করেন। জাতীয় চিত্রশালা প্লাজায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতাটি আয়োজন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, "পুলিশ ও র্যাবের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। র্যাব পুলিশেরই অংশ। দুই-একটি বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তা প্রচারের কিছু নেই। একটি পরিবারে থাকলে ভাই-বোনদের মধ্যেও কিছু সমস্যা হতে পারে। তবে এটি নিয়ে আমরা চিন্তিত নই।"
সম্প্রতি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বরাবর একটি অভিযোগপত্র পাঠান বলে গণমাধ্যমে খবর এসেছে। জানা যায়, পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে তিনি এই অভিযোগপত্র পাঠিয়েছেন।
ওই অভিযোগপত্রে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ লিখেছেন, "র্যাব সদস্যদেরকে পুলিশ হেনস্থা করছে, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রধারী দু’টি দলের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এছাড়া পুলিশ বাহিনী তথা সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হতে পারে।"
কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিম-লীর চেয়ারপারসার অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক আবু ফারাহ্ পলাশ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/তাফসীর