প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বৈঠকে বসেছেন। শুক্রবার বিকেল ২টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে রাষ্ট্রপতি শি জিনপিং এসে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা।
একান্ত বৈঠকের পর শেখ হাসিনা ও জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি, সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানা যায়। এছাড়া কয়েকটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা