বাংলাদেশের বড় প্রকল্পগুলোতে সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর শেষে তিনি কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দুই দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার সম্পর্ক আরও মজবুত করতে চীন প্রস্তুত রয়েছে। দুই দেশের ৪১ বছরের কূটনৈতিক সম্পকর্কে আমরা আরো উঁচুতে নিয়ে যেতে চাই। কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চেলে চীনের গুরুত্বপূর্ণ অংশীদার।
এর আগে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা, কর্ণফুলী টানেল নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ও চীন।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল