১৪ অক্টোবর, ২০১৬ ২০:৫০

বাংলাদেশ-চায়না বিজনেস ফোরামের বৈঠকে ১৯ চুক্তি সই

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-চায়না বিজনেস ফোরামের বৈঠকে ১৯ চুক্তি সই

বাংলাদেশ-চায়না বিজনেস ফোরামের যৌথ বৈঠকে  চীনের ১৫টি কোম্পানির সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের ১৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ দুপুরে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। 

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) কর্তৃক যৌথভাবে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার ভালো পরিবেশ রয়েছে বলেও মন্তব্য করেছেন চীনের ব্যবসায়ীরা। 

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের উপস্থিতে চীনের ১৫টি কোম্পানির সঙ্গে বাংলাদেশের ১৫টি কোম্পানির ১৩.৬ বিলিয়ন ডলারের মোট ১৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 


বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর