১৫ অক্টোবর, ২০১৬ ১৭:২৮

শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব মঙ্গলবার শুরু

অনলাইন ডেস্ক

শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব মঙ্গলবার শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উদযাপন’ উপলক্ষে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় অফিস।

‘শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০১৬’ শিরোনামে দেশের ৮টি বিভাগে এক সাথে এ উৎসব শুরু হবে আগামী মঙ্গবার (১৮ অক্টোবর) থেকে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

উৎসব উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

উদ্বোধনী পর্বে আরো উপস্থিত থাকবেন উৎসব কমিটির আহ্বায়ক বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, উৎসব কমিটির সদস্য সচিব বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনসহ চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, রাইসুল ইসলাম আসাদ, মোরশেদুল ইসলাম, সাদিয়া আফরিন, অভিনেত্রী রোকেয়া প্রাচী, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিশু চলচ্চিত্র নির্মাতাগণ।

বিডি প্রতিদিন/ ১৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর