ব্রিকস-বিমসটেক নেতৃত্বের আউটরিচ সামিটে যোগ দিতে আজ সকালে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৮টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯১ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
রবিবার সকাল সাড়ে ১০ টায় গোয়া নেভাল এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেলে বিমসটেক লিডারস আউটরিচ এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ১৬ অক্টোবর ২০১৬/হিমেল