বাংলাদেশে ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। ঢাকা সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট কিম ইয়ং জিম আজ সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মাধ্যমে ওপেন মার্কেট থেকে ২৫ বিলিয়ন ডলার মোবিলাইস করবে বিশ্বব্যাংক।
দারিদ্র বিমোচন ও স্বাস্থ্য সেবার উন্নয়নে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে জানান বিশ্বব্যাংক প্রধান।
এর আগে গতকাল বিকাল ৫টায় রবিবার দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী। এ সময় বিমানবন্দরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক সদর দফতরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা উপস্থিত ছিলেন। ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ