দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুতে মঙ্গলবার ঢাকার থাই দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ফখরুল বলেছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
বিডি প্রতিদিন/ ১৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম