দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিং গেট বা রেললাইন পারাপারের সময় মুঠোফোনে কথা বলা কিংবা গান শোনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেললাইনের উপর দিয়ে হাঁটা বা চলাচল করা দণ্ডনীয় অপরাধ।
মুঠোফোনে আনমনে কথা বলা বা গান শুনতে শুনতে রেললাইন ধরে হাটা সাম্প্রতিক সময়ে রেললাইনে কাটা পড়ে মৃত্যুর অন্যতম কারণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল