কমিশন বৃদ্ধি ও ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি আদায়ে সরকারকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবিগুলো মানা না হলে ৩০ অক্টোবর থেকে দেশের সব পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে বলেও হুমকি দেন তারা।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক এই আল্টিমেটাম দেন।
তিনি বলেন, 'আগামী দশ দিনের মধ্যে সরকারের দেওয়া প্রতিশ্রুতিসহ ১২ দাবি পূরণের দাবি জানাচ্ছি। তা না হলে আগামী ৩০ অক্টোবর (রোববার) সকাল ৬টা থেকে দেশের সব পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।'
এর আগে, গত ২০ আগস্ট ঐক্য পরিষদের এক ঘোষণায় ১২ দফা দাবি আদায়ে ২৮ আগস্ট সারাদেশে পেট্রল পাম্পে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধর্মঘট পালিত হয়।
সেদিন রাজধানীসহ দেশের ৫ হাজার ৬০০টি পাম্পে নয় ঘণ্টা জ্বালানি তেল বিক্রি, ট্যাংক লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণন বন্ধ থাকে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম