অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, 'আবদুর রহমান বদির বিরুদ্ধে করা দুর্নীতির মামলার যুক্তিতর্ক আজ শেষ হয়েছে। আদালত আগামী ২ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন। এই মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।'
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম