আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হতে পারে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে খালেদা জিয়ার ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র কারাগার থেকে মেডিকেলে নেওয়া হয়েছে।
হাসপাতালে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে কারাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল গত ১০ মার্চ। কিন্তু তিনি রাজি না হওয়ায় নেওয়া যায়নি। তবে আজ তিনি হাসপাতালে যাবেন বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বলেন, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা যদি ভর্তির পরামর্শ দেন, তাহলে তাকে সেখানে ভর্তি করা হবে। অন্যথায় পরীক্ষা-নিরীক্ষা শেষে কারাগারে ফিরিয়ে আনা হবে।
বিডি প্রতিদিন/কালাম