চলতি অর্থ-বছর শেষে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)।
বুধবার দুপুরে এডিবি কান্ট্রি অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশকালে এ পূর্বাভাস দিয়েছেন সংস্থাটির আবাসিক প্রধান মনমোহন প্রকাশ।
সরকার অবশ্য বলছে, বছর শেষে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ২৫ শতাংশ। যা ইতিমধ্যে ৮ দশমিক ১ শতাংশ অর্জিত হয়েছে। এখনো অর্থ-বছরের দু'মাস বাকি রয়েছে।
বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৯/আরাফাত