১৮ এপ্রিল, ২০১৯ ২২:২০

সরকারি প্রকল্পে অভিজ্ঞদের নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রকল্পে অভিজ্ঞদের নিয়োগের সুপারিশ

প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতার অভাবে সরকারি বিভিন্ন নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার পাশাপাশি প্রকল্পের ব্যয়ও বেড়ে যায়। এতে সরকারের প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই সরকারি বিভিন্ন প্রকল্পে পরিচালক নিয়োগ দেওয়ার আগে ওই প্রকল্প সম্পর্কে তিনি অভিজ্ঞ কী-না, তা যাচাই করে অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র প্রথম বৈঠকেই এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ। কমিটি সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়সা খান বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘সুপার স্পেসালাইজড হাসপাতাল’ স্থাপনের প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানতে চায় কমিটি। একইসঙ্গে প্রকল্প পরিচালককে আগামী বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া আগামী ২ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত যাবতীয় তথ্য প্রতিবেদন আকারে কমিটিতে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আইএমইডি সচিব, স্বাস্থ্য মন্ত্রণায়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর