চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ। রবিবার সন্ধ্যায় তাকে কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রবিবার বাদ জোহর গ্রিন রোডের ডরমেটরি মসজিদে এবং বাদ আছর জাতীয় প্রেসক্লাব চত্বরে শেষ জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযা শেষে দেশের রাজনীতিবিদ, সাংবাদিকসহ দল মত নির্বিশেষে সকালের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হয়।
প্রেসক্লাবে তার দ্বিতীয় নামাযে জানাযায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটি সদস্য মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারার শমশের মবিন চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাপার মোস্তফা জামাল হায়দারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশের বিশিষ্ট এই সাংবাদিক শনিবার সকাল ১০টার দিকে (ব্যাংকক সময় ১১টা ৫ মিনিট) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৯/আরাফাত