দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শনিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি।
বাংলাদেশ অবহাওয়া অধিদফতর, সকাল ৯টায় ‘ফণী’ অবস্থান করছিল ফরিদপুর-ঢাকা অঞ্চলে।
এদিকে ধীরে ধীরে এটি শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়ছে। উইন্ডি’র তথ্য মতে, বর্তমানে এটি উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ ও নাটোরে অবস্থান করছে। বিকাল নাগাদ এটি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এই অবস্থায় যেকোনো মুহূর্তে বিপদ সংকেত নামিয়ে নেয়ার ঘোষণা দিতে পারে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশনা দিতে পারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/কালাম