বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় নরসিংদী জেলা কারাগার থেকে শিমুল বিশ্বাস মুক্তি পান। নরসিংদী জেলা কারাগারের জেলার মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালে ৮ ফেব্রুয়ারী দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সর্বশেষ শাহবাগ থানার একটি মামলাসহ ১১টি মামলায় জামিনের পর নরসিংদী কারাগার থেকে তিনি মুক্ত হলেন।
নরসিংদী জেলা কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বলেন, চলতি বছরের ৭ মার্চ নারায়নগঞ্জ কারাগার থেকে শিমুল বিশ্বাসকে নরসিংদী কারাগারে প্রেরণ করা হয়। আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শনিবার দুপুরে তাকে রিলিজ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল