রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণীঝড় ফণীর কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ফের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, টাঙ্গাইল, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।
আরও জানানো হয়, সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ