অধিক ফলনশীল জাতের ধান আমরা উদ্ভাবন করছি জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানসম্মত ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরকারের বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষির আধুনিকায়নের মাধ্যমে জনগণের মানসম্মত খাদ্য ও পুষ্টি নিশ্চিত করে ২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশ গড়তে সব খাতে কাজ করে যাচ্ছি।
আজ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন চীনের ভাইস মিনিস্টার অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাফেয়ারস কিউইউ ডংযো। সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সামনের দশকে বিশ্ববাসীকে চমকে দেবে জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। বাংলাদেশ-চীন মৈত্রী নতুন কিছু নয়, এ সম্পর্ক প্রাচীন। আন্তর্জাতিক সম্পর্ক ও কৃষি, বিনিয়োগ এবং শিল্প-বাণিজ্যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিস্তার চায় সরকার। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার