বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে রায় কার্যকরের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারেক রহমান সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিরুদ্ধে যে রায় রয়েছে, সেটা কার্যকরে সরকারের প্রচেষ্টা সফল হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১০৯তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রীতিলতার দেশের মুক্তির জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আজকে রাজনীতিতে আদর্শের বড় অভাব। তাই প্রীতিলতার জীবনীগ্রন্থ আমাদের বেশি বেশি পড়তে হবে। রাজনীতি যে একটা মহান আদর্শ, সেই আদর্শের জন্য প্রয়োজনে দেশের তরে জীবনও বিসর্জন দিতে হয়, প্রীতিলতা আমাদের সেই শিক্ষাই দেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি জোট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরও অনেকেই যাবেন। যে দল জঙ্গিদের সহযোগিতায় প্রতিপক্ষকে বোমা হামলা করে ঘায়েল করতে চায়, প্রতিপক্ষকে হত্যা করে নির্মূল করতে চায়, তারা কখনও রাজনৈতিক দল হতে পারে না। এটি একটি সন্ত্রাসী দল। আন্তর্জাতিক আদালতও বিএনপিকে সন্ত্রাসী দলের আখ্যা দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, তবে সরকার চায় বিএনপি টিকে থাকুক। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে, বিএনপিকে সন্ত্রাসী দলের তকমা থেকে বের হতে হলে, নেতৃত্বের পরিবর্তন আনতে হবে বলে আমি মনে করি।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৯/মাহবুব