এবার রমজান মাসে দেশজুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাড়ে ৩ হাজারের অধিক ইফতার মাহফিল করছে জাকের পার্টি। গতকাল ১ রমজান ( মঙ্গলবার) থেকে এ কর্মসুচী শুরু হয়েছে। আগামী ১৫ রমজান পর্য়ন্ত ৮৭টি সাংগঠনিক জেলা ও মহানগর এবং রাজধানীতে অব্যাহতভাবে এ কর্মসুচী পালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাকের পার্টির প্রেস সেক্রেটারী শামীম হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে বিশাল এ কর্মসূচি বাস্তবায়ন করতে কেন্দ্র থেকে ওলামাদের ২০০টি টিম জেলা ও মহানগর সমুহে পাঠানো হয়েছে।
'প্রকৃত ইসলামের উদার ভাবধারায় রমজানুল মুবারকে নিহিত শিক্ষা ও তাৎপর্য যথাযথ অনুধাবন ও নিজ নিজ জীবনে তার প্রতিফলন, অসত্য,অন্যায় ও অনিয়ম দূরে ঠেলে বিনয়, ভদ্রতা, ঈমান, একতা, শৃঙ্খলা, এবাদত, খেদমত, পরমত সহিষ্ণুতা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আলোয় আলোকিত হওয়া, সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপুর্ণ সহাবস্থানের ভিত্তিতে কল্যাণময় বাংলাদেশ রচনার দৃঢ় প্রত্যয় সৃষ্টিই হবে ইফতার মাহফিল কর্মসুচীর মূল মর্মবাণী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক