মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে খারাপ আবহাওয়ায় অবতরণের সময় বুধবার ৬টা ২২ মিনিটে রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট। বিমানে একজন শিশুসহ ২৯ জন আরোহী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। এতে যাত্রীসহ সবাই কমবেশি আহত হন।
মিয়ানমারে বাংলাদেশ বিমানের এই দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ সবশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ বলেন, বৈরী আবহাওয়ার কারণে বুধবার সন্ধ্যায় মিয়ানমারে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে অনেকে আহত হন। তবে তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। এই ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, বুধবার বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানান, ৩৩ জন আরোহী নিয়ে ইয়াঙ্গুনগামী ড্যাশ-এইট উড়োজাহাজের একটি ফ্লাইট বিজি-জিরো সিক্স জিরো-বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বজ্রসহ বৃষ্টিপাতের কবলে পড়ে। অবতরণের এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। বিমানটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই জন পাইলট এবং দুজন কেবিন ক্রু ছিলেন। তারা সবাই কম বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম