মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের সম্পর্কে তথ্য জানতে হেল্প লাইন চালু করা হয়েছে।
ফ্লাইটের যাত্রীদের স্বজনরা জরুরী ভিত্তিতে +৮৮০২৮৯০১৫৩০ নম্বরে যোগাযোগ করে তথ্য নিতে পাবেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) বুধবার (৮ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের ১৯ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে নেওয়া হয়। ১১ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল