গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনটি লাশের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কারখানার ব্যাক প্রসেসিং ইউনিটে অগুনের সূত্রপাত ও পরে তা বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, পুড়ে যাওয়া কারখানায় ডাম্পিংয়ের কাজ চলছে। বুধবার সকাল ৯টার দিকে তিনটি লাশের সন্ধান পাওয়া গেছে। এগুলো উদ্ধারে তৎপরতা চলছে। এ মুহুর্তে তাদের কারও নাম ঠিকানা পাওয়া যায়নি। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, পরিচালক শিল্প পুলিশ গাজীপুর এর প্রতিনিধি (উপ-পরিচালক পদমর্যাদার), জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ মহাপরিদর্শক এবং গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক। তাদেরকে আগামী ৭ কর্ম দিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন