স্বাচ্ছন্দ্যে হজ্ব যাত্রার নতুন উদ্যোগ ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ এর আওতায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ মৌসুমে হাজীদের সৌদি আরব পৌঁছানো।
প্রথম দিনেই সেখানে পৌঁছাবে বাংলাদেশের হাজীদের ফ্লাইট। এদিন বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও মালয়েশিয়ার হাজীদের ফ্লাইটও পৌঁছবে সৌদি আরবে।
এই উদ্যোগের আওতায় সৌদি আরব পৌঁছে বিমানবন্দরে হাজীদের কোনও ধরনের সময় নষ্ট হবে না। বিমান যাত্রার আগেই সৌদি ইমিগ্রেশন শেষ করে নেওয়া হবে। ফলে বিমান জেদ্দা পৌঁছার পরপরই হাজীরা তাদের জন্য নির্ধারিত বাড়িগুলোতে চলে যাবেন। তাদের লাগেজগুলোও স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারিত বাড়িতে চলে যাবে।
বাংলাদেশ, পাকিস্তান ও তিউনিশিয়া এবার প্রথমবার এই উদ্যোগে যুক্ত হলো। গত দুই বছর ধরে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হাজীরা এই উদ্যোগের আওতায় হজ্ব করার সুযোগ পাচ্ছেন। আগামী ২০৩০ সালের মধ্যে সারাবিশ্বের হাজীদের এই দুর্ভোগ মুক্ত হজ্বযাত্রা উপহার দেওয়ার টার্গেট নিয়ে নতুন এই ইনিশিয়েটিভ নিয়েছেন সৌদি বাদশা সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সুপ্রিম হজ্ব কমিটির চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নাইফ প্রথম দিনে পৌঁছানো হাজীদের বিমানবন্দরে স্বাগত জানাবেন।
বিডি প্রতিদিন/কালাম