সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ জোহর এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এছাড়া তিনটি নামাজে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এদিন বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে ও বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা। পরে রাতে সিএমএইচ এর হিমঘরে রাখা হবে তার মরদেহ।
এরপর ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে রংপুরে নেওয়া হবে এরশাদের মরদেহ। সেখানে জেলা স্কুল মাঠে/ ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ১৭ জুলাই গুলশান আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব।
উল্লেখ্য, রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন/কালাম