নারায়ণগঞ্জে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা, আড়াইহাজার, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আড়াইহাজার উপজেলার মারওয়ার্দী গ্রামের মৃত আহেদ আলীর ছেলে সুরুজ মিয়া (৪০), বন্দর উপজেলার কাইতাখালি এলাকার মৃত সফিউদ্দুন টুক্কি শিকদারের ছেলে মিশন শিকদার (২৮), ফতুল্লার লালখাঁ এলাকার মৃত আব্দুল হামিদের মেয়ে শেফালী বেগম (৪২)। এছাড়া সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন