২৩ জুলাই, ২০১৯ ১৫:২০

অস্থিতিশীল করতেই গুজব ছড়িয়ে মানুষ হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

অস্থিতিশীল করতেই গুজব ছড়িয়ে মানুষ হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি আরও বলে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা ঘটাবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও গণপিটুনিতে যারা অংশ নেবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর পেছনে কী উদ্দেশ্য আছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি, একটা কনফিউশন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে সারাদেশে ছেলেধরা সন্দেহে ৬ জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন ১৫ জন। মামলা হয়েছে ৯টি, জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে ১৫টি। পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর