২৩ জুলাই, ২০১৯ ১৮:০৬

রওশন এরশাদ আমাদের মায়ের মতো: জিএম কাদের

অনলাইন ডেস্ক

রওশন এরশাদ আমাদের মায়ের মতো: জিএম কাদের

রওশন এরশাদ ও জিএম কাদের (ফাইল ছবি)

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই জানিয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, ‘‘হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেই ভাবেই বেগম রওশন এরশাদ (পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান) আমাদের মায়ের মত। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনো পল্লীবন্ধুর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।’’

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আর নেতৃত্বের প্রশ্নে পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর কয়েকদিন পর ১৮ জুলাই তার স্থলাভিষিক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। কিন্তু গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ জানান, তিনি জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মানেন না। তবে জিএম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়।

গঠনতন্ত্র অনুসরণ করেই দলের নেতৃবৃন্দ তাকে চেয়ারম্যান ঘোষণা করেছেন বলেও জানান তিনি।বলেন, ‘তারা যে নামেই সম্বোধন করবে তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা। কোনো সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবো।’

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর