মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া আজ বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আগামীকাল রবিবার তার মরদের নিয়ে যাওয়া হবে কুমিল্লায়। দেবীদ্বারে নিজের গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে।
ন্যাপের প্রেসিডিয়াম সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম