১৯৮০ সালে যাত্রা শুরু করা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বছরে প্রায় ৯০ হাজার বিমান ওঠানামা করে। গত বছরে সক্ষমতার চেয়ে বেশি ৯০ লাখ যাত্রীকে সেবা দেয় প্রধান এই বিমানবন্দর। সে অনুপাতে বাড়েনি বোর্ডিং ব্রিজ, লাগেজ বেল্ট, ইমিগ্রেশন চেকিং পয়েন্ট, পার্কিং-বেসহ আনুষঙ্গিক অবকাঠামো সুবিধা। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা।
এই প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় মূল টার্মিনালের দক্ষিণ পাশে ২৪ লাখ বর্গফুট জমির ওপর তৃতীয় টার্মিনাল করতে যাচ্ছে সরকার। থাকবে প্রয়োজনীয় সব সুবিধা। ইতিমধ্যে শেষ হয়েছে দরপত্রের কারিগরি মূল্যায়ন। ঠিকাদারের সঙ্গে আর্থিক চুক্তি সইয়ের পর প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালের কাজ শুরু হওয়ার কথা রয়েছে অক্টোবরে।
বিমান সচিব মহিবুল হক বলেন, আশা করছি আগামী অক্টোবরের মধ্যেই এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হবে।
তৃতীয় টার্মিনাল নির্মিত হলে বছরে এই বিমানবন্দরের যাত্রী সক্ষমতা দাঁড়াবে দুই কোটিতে। ২০২৩ সালে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল