গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত পোষণ করেন তারা দেশকে অস্বীকার করে। দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে সংবিধান মেনে দেশ পরিচালনা হতো। রাষ্ট্র পরিচালনায় দেশ নিরপেক্ষ থাকত।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতির বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেছেন।
গণফোরাম সভাপতি বলেন, দুই বছর পর বাংলাদেশের বয়স ৫০ বছর হবে। এখনো দেশের জনগণ সুশাসন পায়নি। দেশে আইনের শাসন নেই। আমরা স্বপ্নের বাংলাদেশ পেয়েছি কি না এটি প্রশ্ন? কার্যকর গণতন্ত্র পেয়েছি কি না এটিও একটি প্রশ্ন। আমরা কার্যকর গণতন্ত্র ও শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি।
বিডি প্রতিদিন/ফারজানা