সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস (সরোয়ার) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রবিবার রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
কামরুদ্দিন ইয়াহিয়ার ছোট ভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খানের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কামরুদ্দিন ইয়াহিয়া হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
কামরুদ্দিন ইয়াহিয়া সিরাজগঞ্জ থেকে বিএনপির হয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি অগ্রণী ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শায়রুল কবির জানান, আজ সোমবার বাদ আসর সিরাজগঞ্জে কামরুদ্দিন ইয়াহিয়ার নিজ এলাকা শাহজাদপুরে তার জানাজা হবে। জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
কামরুদ্দিন ইয়াহিয়ার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত