৬ জুলাই, ২০২০ ১৯:১৪

সীমিত পরিসরে পালিত হলো যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

সীমিত পরিসরে পালিত হলো যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালিত হলো যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, আদিবা আনজুম মিতা এমপি, কোহেলী কুদ্দুস মুক্তি, নার্গিস মাহতাব, সেলিনা রহমান, শারমীন জাহান মেরি, শামীম চৌধুরী বিথি, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরা পারভীন লাকি, শামসুন্নাহার রত্মা, সাংগঠনিক সম্পাদক জেসমিন শামীমা নিঝুম, সালমা ভুইয়া চায়না, শারমীন সুলতানা লিলি প্রমুখ। ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আকতার তুহিন, সাধারণ সম্পাদক তাহেরা জামান লুৎফা, দক্ষিণের সাধারণ সম্পাদক নিলুফার রহমান নিলু প্রমুখ।    

২০০২ সালের আজকের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ।


এ প্রসঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপীকা অপু উকিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যুব মহিলা লীগের আজকের এ অবস্থান। যুব মহিলা লীগের আদর্শ-উদ্দেশ্য, প্রত্যাশা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে ঝড় ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাতে আলোর মশাল জ্বালিয়ে অন্ধকার দূরীভূত করা।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর