বাংলাদেশে ‘বেস্ট লাক্সারি হোটেল’ অ্যাওয়ার্ড পেল রেনেসাঁ ঢাকা গুলশান। ২০২০-২১ সালের এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ড থেকে এই স্বীকৃতি এল। এই প্রথম বাংলাদেশের কোনও হোটেল এই সম্মান জিতল।
যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়ার উদ্যোগে এশিয়া প্যাসিফিক হোটেল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে।
এবারের আসরে ৮০ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত প্যানেল বিচারকের দায়িত্ব পালন করেন। বিশ্বজুড়ে ছয়টি অঞ্চল ও ১৭টি বিভাগে হসপিটালিটি শিল্পে পুরস্কার প্রদান করেছে ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়া। এটি বিশ্বজুড়ে হোটেল আঙিনায় গ্রহণযোগ্য।
রেঁনেসা ঢাকা গুলশান চালু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এটি পরিচালনা করছে প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ও ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল।
রেঁনেসা ঢাকা গুলশান হোটেলের মহাব্যবস্থাপক আজিম শাহ বলেন, “আমরা গর্বিত এবং খুবই আনন্দিত এমন একটি সম্মানসূচক স্বীকৃতি পেয়ে, যা আমাদের সবার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেবে এবং আমরা আমাদের অতিথিদের জন্য আরও নতুন নতুন সেবা প্রদানে দ্বিগুণ উদ্যোগে কাজ করে যাব। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর সময় থেকেই আমাদের লক্ষ্য ছিল এই খাতে নেতৃত্ব দেওয়া, সেরা হওয়া। এজন্য অতিথিদের আন্তর্জাতিকমানের রুম, রেস্টুরেন্টসহ অন্যান্য সেবা দিতে কাজ করেছি। বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের অনন্য অভিজ্ঞতা দিচ্ছে আমাদের প্রচেষ্টা।”
বিডি প্রতিদিন/কালাম