নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মসজিদ কমিটি তিতাস গ্যাস কোম্পানিকে গ্যাসলাইনে ত্রুটির বিষয়ে বারবার অবগত করার পরও কেন তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? তাদের আইনের আওতায় এনে এর প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে।
তারা বলেন, আমরা মনে করি, তিতাস গ্যাস কর্মকর্তাদের অবহেলা ও অনৈতিক দাবির কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তাই তিতাস গ্যাস কোম্পানিকেই ঘটনার দায়ভার নিতে হবে এবং নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
নেতৃদ্বয় বলেন, এই মর্মান্তিক বিস্ফোরণে যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তায়ালার দরবারে তাদের শহিদি মর্যাদা কামনা করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ