ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দু'জনই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। সেই চেতনা ধারন করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ।
তিনি আজ মঙ্গলবার সকালে নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচাড়ী বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
রীভা গাঙ্গুলি দাশ আরও বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে। দুই দেশ মিলিত ভাবে অনেক উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। দুই দেশের মানুষের মনের অনেক মিল রয়েছে। আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি। আর দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই দুই মহা-মানবের অসামান্য অবদানের কথাও স্বীকার করেন তিনি।
এ সময় রাজশাহী নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রীযুক্ত সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার