ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছেন কাজী গোলাম কবির।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এর সভাপতিত্বে মনোনয়ন বোর্ড আজ শনিবার তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন।
প্রসঙ্গত, গত ৬ মে এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি।
বিডি প্রতিদিন/ফারজানা