১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩০

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে
বিদ্যুৎ ও জ্বালানি 
বিভাগকে সম্মাননা প্রদান

২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথমস্থান অর্জন করায় বিদ্যুৎ বিভাগকে এবং তৃতীয় স্থান অর্জন করায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সম্মাননাপত্র ও  ক্রেস্ট প্রদান করেন। 

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এ সম্মাননাপত্র  গ্রহণ করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর