ঢাকা-৫ আসনের উপনির্বাচনে জয়ী হলে জলাবদ্ধতা নিরসন ও দুর্নীতি বন্ধে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ।
তিনি বলেছেন, এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে জনগণ জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এবং শিক্ষার মানোন্নয়নে ওয়ার্ড এলাকার প্রতিটি থানায় কলেজ ও হাইস্কুল, খেলার মাঠ এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করব।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের কুতুবখালী জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মীর আবদুস সবুর বলেন, এ আসন রাজধানীর প্রবেশদ্বার। ডিএনডি অধ্যুষিত আসনটি বড় একটি অংশে রয়েছে গ্রামের ছোঁয়া। কয়েকটি ইউনিয়ন সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত হলেও এখনও শহরের পুরোপুরি ছোঁয়া লাগেনি। আসনটির বেশির ভাগ এলাকা নিচু। সামান্য বৃষ্টিতে রাস্তা ও বাড়িঘরের নিচতলা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বাসিন্দাদের সীমাহীন কষ্ট ভোগ করতে হয়। কথা দিলাম আপনারা যদি আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করেন, এ আসনের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমস্যা সমাধান করতে কাজ করব।
পরে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মোটর শোভাযাত্রা বের করে ৬২, ৬৩ ও ৬০ নম্বর ওয়ার্ডের কাজলা, ভাঙ্গাপ্রেস, শেখদি বাজার, ছনটেক, মাদ্রাসা রোড, মৃধাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগসহ বিভিন্ন এলাকায় তিনি লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ