গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। আজ কারখানা ছুটি হওয়ায় শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন গাড়িতে যাতায়াত করেন। সেই কারণে সকাল থেকেই মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর নবীনগর সড়কে যানবাহন বেড়ে যাওয়ায় এক কিলোমিটার পর্যন্ত যানবাহনের ধীর গতি রয়েছে। হাইওয়ে পুলিশ যানবহন ধীরগতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল