নির্বাচন কমিশন গঠনে প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। এখন এই তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে। আজ রবিবার বিকেলে অনুষ্ঠিতব্য কমিটির সভায় এই ২০ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন জানিয়েছেন, এই ১০ জনের নাম প্রকাশ করা হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।
গতকাল শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সার্চ কমিটি বৈঠকে বসে। কমিটি আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে যাচাই করে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা