মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকল্পধারার প্রেসিডেন্ট ও দেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে জাতীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিকল্পধারার নেতৃবৃন্দ ।
জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিকল্পধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, দলের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ড. আবু নোমান মো. আবদুর রহিম, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মি. ঢাকা, বিকল্প যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, বিকল্পধারা মহাসচিবের সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ