বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, এ সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে। এটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। সারা দেশের জনগণ জেগে উঠেছে। তারা আর এই অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
সোমবার মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডাকসুর এই সাবেক ভিপি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশের সর্বস্তরের মানুষ আজ পরিবর্তন চায়। মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়। তাদের মৌলিক অধিকার চায়। বিশেষ করে যে গণতান্ত্রিক অধিকারের জন্য একদিন এ দেশের মানুষ যুদ্ধ করেছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধারে আজ লড়াই চলছে। গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর একুশের চেতনায় আমরা সেই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন