বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মতো লোক দিয়েই দেশের ১৩তম নির্বাচন কমিশন গঠন করা হবে।
তিনি বলেন, সার্চ কমিটি যাদের দিয়ে করেছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের লোক। সার্চ কমিটির প্রত্যেকটা লোকই তাদের। একজনও বাদ নেই। আজকে আবার নামগুলো পাঠাবে রাষ্ট্রপতির কাছে। যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, দেখা যাবে তারা সেই হুদার মতোই লোক।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের এক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। এতে কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল- ১০ টাকায় চাল খাওয়াবে। বিনা পয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো-‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।'
মির্জা ফখরুল আরও বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সবাই এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।
বিডি প্রতিদিন/আরাফাত