ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটদান থেকে বিরত থাকায় বাংলাদেশকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া। দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে লিথুয়ানিয়ার ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
এ সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়া সরকার বাংলাদেশেকে ফাইজারের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ করোনার টিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়। গত ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সর্বসম্মতিক্রমে’ রাশিয়াকে ‘অবিলম্বে’ ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়, যাতে বাংলাদেশ ভোটদান থেকে বিরত থাকে। টানা দুদিন জাতিসংঘ সাধারণ পরিষদে বিতর্কের পর ইউক্রেনের রাষ্ট্রদূত তার দেশে রাশিয়ার চালানো অভিযানকে গণহত্যার সঙ্গে তুলনা করেন। যাতে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। বাংলাদেশসহ আরও ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। পাঁচটি দেশ রাশিয়ার পক্ষে ভোট দান করে।
বাংলাদেশ থেকে আলু নেবে রাশিয়া : এদিকে লিথুয়ানিয়া যখন অসন্তুষ্ট, তখন ঢাকায় রাশিয়া দূতাবাস জানিয়েছে, রাশিয়া বাংলাদেশ থেকে আলু নেবে। বাংলাদেশ থেকে আলু আমদানিতে রাশিয়ায় যে নিষেধাজ্ঞা ছিল, তা গত ৫ মার্চ প্রত্যাহার করা হয়েছে।
রাশিয়া দূতাবাস জানায়, রাশিয়া ও ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ‘ফাইটোস্যানিটারি’ প্রয়োজনীয়তা লঙ্ঘন প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বেশ কিছু বাংলাদেশি পণ্য রপ্তানির বিষয়ে আলোচনা করেছেন।