মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল বারী চৌধুরী মাসরুম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ১৮ মার্চ পায়ে ইনফেকশন নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে গতকাল মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।
এদিন বিকালে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার করজগ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে মাহমুদুল বারীর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। মওলানা ভাসানীর ছোট মেয়ে মনোয়ারা খানম ভাসানীর বড় ছেলে ছিলেন মাহমুদুল বারী।
মনোয়ারা খানম ভাসানী জানান, দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে ঢাকায় চাকরি করতেন মাহমুদুল বারী। পরে নওগাঁ ও কুড়িগ্রামে বসবাস করেন।
বিডি-প্রতিদিন/শফিক