শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
দ্য ইকোনমিস্টের রিপোর্ট

বাংলাদেশের অর্থনীতির দিকে এখন দৃষ্টি অনেকেরই

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে গত ৩০ বছরে অনেক পরিবর্তন হয়েছে। দেশের ১৬ কোটি মানুষের অধিকাংশই দরিদ্র। তার পরও বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হচ্ছে গড়ে ৭ শতাংশ করে। কিছু সামাজিক মানদণ্ডে বৃহৎ প্রতিবেশী ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। চীনের পর দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক। বিদেশ থেকে নিজ দেশে অর্থ পাঠাচ্ছেন ১ কোটি প্রবাসী কর্মী। গণতন্ত্র দুর্বল হয়ে পড়লেও বিকশিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দ্রুত বিকশিত এ অর্থনীতির দিকে এখন অনেকেরই দৃষ্টি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশের ক্রম এগিয়ে যাওয়াসহ নানা বিষয়ে আলোকপাত করে এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর