যুক্তরাজ্যে স্ত্রী, কন্যাসহ পরিজনের সঙ্গে সময় কাটানোর পর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ দেশে ফিরছেন। জনপ্রশাসনমন্ত্রীর এপিএস এ কে এম সাজ্জাদ আলম শাহীন বলেন, যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে এরই মধ্যে জনপ্রশাসনমন্ত্রী রওনা হয়েছেন। তিনি আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।প্রসঙ্গত, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষে ২৮ অক্টোরব তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রথম দফায় ১৫ দিনের ছুটি নিয়ে গেলেও পরে আরও এক দফা ছুটির আবেদন বাড়িয়ে প্রায় এক মাস প্রবাসে থাকা পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান সৈয়দ আশরাফুল ইসলাম।